রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনের ম্যানচেস্টার, মদিনা, কুয়েতসহ সাত আন্তর্জাতিক রুটে স্থগিত থাকা ফ্লাইট পরিচালনার মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। বিষয়টি ওই সব দেশে বিমানের কান্ট্রি ম্যানেজারদের ই-মেইলের মাধ্যমে দুই দিন আগে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরই এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানের বলাকা ভবন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব প্রতিদিন বাড়তে থাকায় কর্তৃপক্ষ সৌদি আরবের মদিনা, লন্ডনের ম্যানচেস্টার, মধ্যেপ্রাচ্যের কুয়েত, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, মুম্বাই রুটে বিমানের ফ্লাইট ৩১ জুলাই পর্যন্ত বাতিল করে।
তবে শুধু মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে বলে ই-মেইলে পাঠানো মেসেজে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট নিয়মিত পরিচালনা ছাড়াও লন্ডনের হিথ্রো, আবুধাবী, দুবাই ও সিঙ্গাপুর, মাস্কাটে ফ্লাইট চলাচল অব্যাহত আছে।
এর মধ্যে সিঙ্গাপুর ও দুবাইয়ে ঢাকা থেকে কোনো যাত্রী যেতে পারছে না। তবে ফিরতি ফ্লাইটে যাত্রী আসতে পারছে।
জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়া সরকার করোনার কারণে বিদেশী নাগরিকদের জন্য কোয়ারেন্টিনের সময় ২৫ দিন করেছে।