আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতনিধিঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ৮ নেতা পদত্যাগ করেছেন। কার্যকরি পরিষদের দুই তৃতীয়াংশ পদত্যাগ করায় সংগঠনের গঠনতন্ত্রের ১ খ -এর ৪ এর (চ) ধারা অনুযায়ী কার্যকরি পরিষদ বিলুপ্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরি পরিষদের দুই তৃতীয়াংশ পদত্যাগ করলে সর্বশেষ নির্বাচন কমিশনারই দায়িত্ব পালন করে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অসুস্থ হওয়ায় জেষ্ঠ্যতার ভিত্তিতে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রাপ্ত হন এড. কু- তপন কুমার।
ওই ৮ নেতার পদত্যাগ এড. কু- তপন কুমার সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করেন এবং নোটিশ প্রদান করলে তারা নোটিশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এড. কু- তপন কুমারকে সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ রোববার ৬.৩৮ মিনিটে ০১৭১২ ০১০৬৯২ নং ফোন থেকে বলেন, “আমি লতিফ বলছি, আপনার কারনে বারে দুটো মার্ডার হবে, এ কারনে আপনার বিরুদ্ধে জিডি করতে যাচ্ছি বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া আইনজীবী সমিতির ভবনে প্রবেশ করতে নিষেধ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন।”
এঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় কমিটির সদস্য চেয়ারম্যান সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য ময়নুল হাসান, আবেদুর রহমান, স্বপন কুমার শীল, অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নারী নেত্রী নাসরীন খান লিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, রফিকুল ইসলাম, জলিল মোড়ল, মফিজুল হক জাহাঙ্গীর, প্রভাষক হিরন্ময় মন্ডল, অধ্যক্ষ শিব পদ গাইন প্রমুখ।