আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আন্তজেলা চোরাচালানি চক্রের অন্যতম গডফাদার হাফিজুর রহমান মন্টু ওরফে মন্টু সরদারকে ১৩ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার হাড়দ্দাহ বাজার থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি ইয়াছিন আলম চৌধুরির নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চোরাচালানি একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান মন্টু সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে।
সে পালাতক অবস্থায় সাতক্ষীরার ক্যাসিনো সম্রাটের চোরাচালানের সহযোগী হিসেবে চোরাচালানী কর্মে জড়িত ছিল। এরআগে গত ২২ সেপ্টেম্বর ২০২০ বিজিবি’র অভিযানে মন্টুর চোরাচালানের পৃষ্টপোষক এর বাড়ি হতে ৪৯২ পিস ইয়াবা ও একটি জিপগাড়ি আটক করে বিজিবি। এ ঘটনায় ম্টুর অপর সহযোগী আসাদুল ইসলামের নামে মামলা হয়। এই ঘটনার পূর্বে গত ১২ ফেব্রুয়ারি ২০২০ মন্টু গ্রুপের আর এক সদস্য হাড়দ্দা গ্রামের আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন তার আরো ৪ সহযোগীসহ ৩৪ লাখ টাকার ফেন্সিডিল নিয়ে মাদরা সীমান্তে বিজিবি’র অভিযানে গ্রেপ্তার হয়। তবে তাদের গড়ফাদার ক্যাসিনো সম্রাট ধরা ছোয়ার বাইরে থেকে গেছে।
তবে তার গ্রেপ্তারে ক্যাসিনোকান্ডে জড়িত এক নেতাকে ডিবি অফিস এলাকায় চরম উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।
ওসি ডিবি আরও জানান, তার বিরুদ্ধে উপরোক্ত ধারায় পটুয়াখালি জেলার মহিপুর থানায় আরও একটি মামলা রয়েছে। তার গ্রেপ্তারের পর উক্ত থানাকে অবহিত করা হয়েছে।