September 22, 2023, 4:05 am

সাতক্ষীরায় হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফের প্রদর্শনীর উদ্বোধন

  • Last update: Sunday, December 18, 2022

সাতক্ষীরায় হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার শহরের মেহেদীবাগ মসজিদে কুবার আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।এটি লিখেছেন সাতক্ষীরার হাবিবুর রহমান।

Advertisements

মসজিদে কুবার সভাপতি জি,এম নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ফিফা রেফারী শামসুজ্জামান তৈয়েব হোসেন (বাবু), মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন শেণী পেশার মানুষ।

হাবিবুর রহমান মানবতার কল্যাণে ২০১৬ সালের পহেলা জানুয়ারি কোরআন শরীফ হাতে লেখা শুরু করে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শেষ করেন। এ কুরআন শরিফের দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার, প্রস্থ ২৬৪ সেন্টিমিটার, ওজন ৪০৫ কেজি। দীর্ঘ ৬ বছর ৮ মাস ২৩ দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতার কুরআন শরীফ হাতে লিখেছেন তিনি। ইউটিউব দেখে তিনি এ ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC