আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরারকালিগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণশ্রমিক মাহাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকালে দেবহাটার কুলিয়া দুর্গাপুর এলাকাথেকে তাকে গ্রেপ্তার করাহয়। তিনিওই গ্রামের মৃত মেনা মোল্যারছেলে।
এরআগে স্কুল ছাত্রীর পিতাগতকাল রাতে কালিগঞ্জ থানায়মাহাফিজুল ইসলামকে আসামী করে ধর্ষণও নারি শিশু নির্যাতনআইনে একটি মামলা করেন।কালিগঞ্জথানার ওসি দেলোয়ার হোসেনজানান, নির্মাণ শ্রমিক মাহাফিজুলের খালারবাড়ি কালিগঞ্জের পোর্ট বসন্তপুর গ্রামে। খালারবাড়িতে মাঝে মাঝে বেড়াতেযাওয়ার সুবাদে মাহাফিজুলের কু-নজর পড়ে স্কুলছাত্রীর ওপর। খালারবাড়ির পাশে একটি বাগানেস্কুল ছাত্রীকে একা পেয়ে ধর্ষণকরার অভিযোগ উঠে মাহাফিজুলেরবিরু্েদ্ধ। স্থানীয়রাটের পেলে ধর্ষক পালিয়েতার গ্রামের বাড়িতে চলে আসে। রাতেস্কুল ছাত্রীর পিতা বাদি হয়েমাহাফিজুলকে আসামী করে থানায়মামলা করে। কুলিয়া দুর্গাপুরে আসামীরগ্রামের বাড়িতে অভিযান চালিয়েমাহাফিজুলকে গ্রেপ্তার করা হয়। ওসিআরো জানান, ধর্ষিতা ছাত্রীকেসাতক্ষীরা সদর হাসপাতালে মেডিক্যালটেস্ট করানোর জন্য ভর্তিকরা হয়েছে। জুডিশিয়ালম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দীরেকর্ড করার প্রক্রিয়া চলছেএবং আসামী মাহাফিজুল ইসলামকেআদালতে পাঠানো হয়েছে।