আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার প্রশাসন দৃষ্টি দেবেন কি? সাতক্ষীরার আশাশুনিতে স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে শতাধিক লোকের সমাগম ঘটিয়ে শ্রীউলা ও প্রতাপনগর সীমান্তবর্তী কোলা ভাঙন কূলে রমরমা জুয়া ও মাদকের আসর চলছে। পরিবেশ রক্ষার্থে গ্রামবাসী বাঁধা দিলে কুখ্যাত জুয়া সম্রাট শহীদুল বলেন জুয়া চলছে তো চলবেই।
সরেজমিনে গেলে অসংখ্য মৎস্য ঘের ব্যবসায়ী ও এলাকার সহজ সরল ধর্মপ্রাণ ব্যক্তিরা জানান, শ্রীউলা ইউনিয়নের ৯০দশকের সাবেক চেয়ারম্যান এড. জহুরুল হকের ছেড়ে চলে যাওয়া মৎস্য ঘেরের একটি পরিত্যক্ত স্থনে জুয়া সম্রাট শহীদুলের নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ করে ফিল্মিস্টাইলে জুয়া ও মাদকের কারবার অব্যাহত আছে। হিজলিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজুল ও কোদন্ডা গ্রামের মাফিয়া গ্রুপের অন্যতম নেতা জুয়া সম্রাট শহীদুল রমরমা জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। এছাড়া ওই আসরে জুয়া চলাকালীন সময়ে জুয়াড়ীদের মনোরঞ্জন করার জন্য একটি পক্ষ নারী ও মাদক যোগান দিচ্ছে বলে জানান স্থানীয়রা। এমন জঘন্য কর্মকান্ডে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে।
এর ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাস্তানীর আশঙ্কা করছে এলাকার মানুষ। তারা আরও বলেন, জুয়া সম্রাট শহীদুল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে নর্তকী এনে পুইজালা হাড়িয়ার হাট, খাজরার বালুরমাঠ ও শোভনালীর সিংহের মাঠসহ উপজেলার বিভিন্ন গ্রামে অশ্লীল নৃত্য, মাদক, জুয়া পরিচালনা করে। সে ইতোমধ্যে কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। কুখ্যাত এ অসৎ, দুর্নীতিবাজ, ব্লাকমেইলকারী শহীদুল এখন ধরাকে সরাজ্ঞান করছে না বলে তারা জানিয়েছেন। তার এসকল সমাজ বিরোধী কার্যকলাপে উপজেলাবাসীকে ভাবিয়ে তুলেছে। সবমিলে এলাকার মানুষ প্রশাসনের কর্মকর্তাদের নিকট এ জঘন্য ঘৃণিত ব্যক্তির দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।