আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে সাতক্ষীরার সদর উপজেলার হাওয়ালখালী দুই গ্রুপের সংঘর্ষের একজন আহত হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের শহর আলী ঢালীর সাথে আব্দুর রউফ সরদারের জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে রোববার দুপুরে রেউই বাজারে শহর আলী তার দখলীয় দোকান ঘরের দ্বিতীয় তলায় কাজ করছিল।
সময় প্রতিপক্ষ আব্দুর রউফ সরদার ও তার ছেলে আব্দুল মঈন সেখানে হামলা চালিয়ে নির্মাণাধীন দেয়াল ভাংচুর করে। এতে বাধা দিলে সংঘর্ষ হয়। এসময় শহর আলী গুরুতর আহত করে। স্থানীয়রা শহর আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শহর আলী বাদী হয়ে রউফ সরদার ও তার ছেলে আব্দুল মঈনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের ধরকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।