December 10, 2023, 4:40 am
সর্বশেষ:
সোনারগাঁ ১৫ ই ডিসেম্বর পর নৌকা থাকবে কি? চা দোকানে গুঞ্জন কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম নগরের মেধাবৃত্তি পরিক্ষা’২৩ সম্পন্ন জয়িতা পদক পেলেন বান্দরবানের তিন নারী বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ শুরু আলফাডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপের অভিযোগ তুলে জাতিসংঘকে চিঠি সিলেট বিমানবন্দরে দুবাইয়ের ফ্লাইট থেকে মিললো ৩৪ কেজি স্বর্ণ মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত মজলিসের মিছিল আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত

সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীর বেড়িবাঁধে ফাটল

  • Last update: Tuesday, February 7, 2023

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীর বেড়িবাঁধের ১৫০ মিটার এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফাটলের পরিমাণ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার ফাটল দেখা দেয়। এতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
এদিকে খবর পেয়ে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

ইছামতি নদী পাড়ের বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, পাশের সুশীলগাতি, কোমরপুর ও নাংলা সীমান্তে ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়। প্রতিবার বেড়িবাঁধ ভাঙলে কয়েক মাস আমাদের বাড়িঘরে পানি প্রবেশ করে। এভাবে যদি বারবার বেড়িবাঁধ ভাঙে তাহলে বসতবাড়ি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।

স্থানীয় বাসিন্দারবলেন, বাঁধ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু পাউবো কর্তৃপক্ষ বাঁধ ভেঙে গেলে ভাঙন কবলিত এলাকায় কাজ শুরু করেন।

দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল বলেন, ইতোমধ্যে বেড়িবাঁধের বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধ ভাঙার ভয়ে আতঙ্কিত এলাকাবাসী অন্যত্র অবস্থানের প্রস্তুতি নিচ্ছে।

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক এবং ডাম্পিংয়ের জন্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সেকশন অফিসার (এসও) সাইদুর রহমান বলেন, ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছি। ভাঙনের মাত্রা তীব্র হওয়ায় কংক্রিটের ব্লক এবং বালুভর্তি জিও ব্যাগ দিয়ে তা রোধ করা কষ্টসাধ্য।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC