আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম এ কাশেমের বিরুদ্ধে জনবল নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানাজায়, সাংবাদিক পরিচয়ে ও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে, এম এ কাশেম। বিদ্যালয়ের জনবল নিয়োগ বাণিজ্য , বিদ্যালয়ের পুকুর খননের নামে টাকা আত্মসাৎ , জাল সনদে শিক্ষকতা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে এই শিক্ষক। একের পর এক অপরাধ ও অর্থনৈতিক দুর্নীতি কর্মকাণ্ড সাথে জড়িত হলেও ভয়ে কেউ কোনো কথা বলতে সাহস পায়না।
নিয়োগ বাণিজ্যর নামে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি দুর্নীতি করে সত্যকে আড়াল করে নিজেকে পত্রিকার নির্বাহী সম্পাদক ও ক্ষমতাশীল দলের পরিচয় দিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ আর অর্থ কামানোর পথ হিসেবে বেছে নিয়েছে।
ঝাউডাঙ্গা সদর থানা যুব লীগের সহ সভাপতি,শেখ আব্দুল খালেক জানায় , অর্থলোভী , টাউট বাটপার ও প্রতারক এম এ কাশেম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। নিজের পাতানো নিয়োগ বোর্ড বসিয়ে অর্ধ কোটি টাকা লুটে নিয়েছে । এই ধরনের প্রতারক শিক্ষক আমাদের স্কুলে থাকবে আমরা সেটা চাই না।
চাকুরী প্রার্থী ইসমাইল হোসেন ও ইমরান হোসেন এই প্রতিবেদককে জানান, আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদের টাকা না থাকায় আমাদের চাকুরীটা হয়নি। আমাদের কাছে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করে প্রধান শিক্ষক এম এ কাশেম। আমাদের চাকুরীর প্রয়োজন নাই,কিন্তু আমার চাই নিয়োগ টা স্বচ্ছ হোক এবং এই দুর্নীতিবাজ শিক্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।
এম এ কাশেমের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে। তৎকালীন ৫ বছর ইংল্যান্ড প্রবাসী থাকার পর দেশে ফিরে আসেন। ২০১৪ সাল সময়ে বাগেরহাট জেলায় একটি বিদ্যালয় শিক্ষকতা করেন। সেখানে থাকাকালীন সময়ে বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অপরাধে কাশেমের বিরুদ্ধে মামলা হয়। একপর্যায়ে কাশেম সেখান থেকে চলে আসেন সাতক্ষীরা জেলায়। পরবর্তীতে বৈকারী কুশখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। সেখানেও বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে।
বিদ্যালয়ের সংস্কার ও পুকুর খননের নামে ভুয়া বিল ভাউচার দেখিয়ে ১ লক্ষ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছে এম এ কাশেম। পাঁচটি পদে জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক ৩১/ ৭/ ২২ ইং তারিখ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগ প্রদানের নামে ৭ জনের কাছ থেকে মোট ৭০ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন এম এ কাশেম। ৭ জনের মধ্যে ৫ জনের এমপিও ভুক্তি করা হয়েছে। বাকি দুই জন ইয়াছিন আলী ও তরিকুল নিয়োগ পাননি। নিয়োগ প্রদানের নামে তরিকুলের কাছ থেকে ১০ লক্ষ টাকা ও ইয়াছিন আলীর কাছ থেকে ১৪ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন।
তরিকুল ও ইয়াছিন আলী টাকা ফেরত চাইলে এম এ কাশেম টালবাহানা করে কালক্ষেপণ করেন । একপর্যায়ে তিনি তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিতে থাকেন । এবিষয়ে সাতক্ষীরা আদালতে মামলা হয়,মামলা নং-২৩/২৩ ।
এ বিষয়ে প্রধান শিক্ষক এম এ কাশেম এর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।