‘আমরা তো বেহেশতে আছি’ ও ‘আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা’ চাওয়ার বক্তব্য দিয়ে দেশের মানুষ ও নিজ দলীয় নেতাদের সমালোচনার মুখে পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে তিনি এর দোষ চাপান সাংবাদিকদের ওপর। এবার সাংবাদিকদের ‘বদভ্যাস’ ছাড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এমন আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মাঝেমধ্যে ছাত্রলীগ কিছু না করলেও জোর করে সাংবাদিকরা তাদের নাম ঢুকিয়ে দেন। আল্লাহর ওয়াস্তে এই বদভ্যাস ছাড়ুন। এই বদভ্যাস ছাড়লে খুশি হব।”
এ সময় ছাত্রলীগের প্রতি তিনি বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে জানার পাশাপাশি তাঁর জীবনী পড়া ও তার লেখা বই পড়ার আহ্বান জানান। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন।