আবু নাসের খাঁন (পলাশ), কুমিল্লা জেলা প্রতিনিধি: দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু (৩৫) বাসায় ঢুকে রবিবার( ২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে হামলা চালায়। কোতওয়ালী থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ইমতিয়াজ আহমেদ জিতুর নগরীর কাশারীপট্টি বাসায় অজ্ঞাতনামা ৯ জন সন্ত্রাসী ৩ টি মোটরসাইকেলে করে বাসায় প্রবেশ। ওই সময় জিতু কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান করায় তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে বাসার বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে চলে হয়ে যায়।
এ ব্যাপারে ইমতিয়াজ আহমেদ জিতুর সাথে সোমবার (২৫ জুলাই) যোগাযোগ করা হলে তিনি জানান,কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ডিতা করছি। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আমি প্রেসক্লাবে ছিলাম। আমি বাসায় এসে পরিবারের লোকজন স্থানীয়দের কাছে জানতে পারলাম ৩ টি মোটরসাইকেল যোগে ৯ জন বাসায় বাসায় এসে আমাকে না পেয়ে বিশ্রি ভাষায় গালাগালি করে বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।
এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুগার সদর সার্কেল সোহান সরকারসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সহিদুর রহমান জানান, আশেপাশের ভবনের ভিডিও ফুটেজ সংগ্রহকরে প্রগ্যক্ষ দর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য ইমতিয়াজ আহমেদ জিতু বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকম, ডেইলি সান, আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার সাবেক কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।