বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে তলানিতে থেকেও বড় এক সুখবর পেল বাংলাদেশ। এশিয়া কাপের মূল বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে জামাল ভূঁইয়ার দল।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৫তম দল হিসেবে মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আগের নিয়ম অনুযায়ী বাছাইপর্বে খেলতে হলে প্লে অফ রাউন্ড খেলে যেতে হতো। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস মহামারির কারণেই হয়ত নিয়মে আনা হয়েছে কিছুটা বদল। নতুন নিয়মে সবগুলো গ্রুপ থেকে তিনটি সেরা পঞ্চম দলকে দেওয়া হচ্ছে এই সুযোগ। বাছাইপর্বে দুটি ড্র নিয়ে বাংলাদেশ তৃতীয় সেরা পঞ্চম দল হয়ে পাচ্ছে এই সুযোগ।
বিবৃতিতে এএফসি জানায়, ‘ স্বাগতিক চিন, এশিয়ান চ্যাম্পিয়ন কাতারসহ এশিয়া কাপে এরমধ্যে ১৩টি দল সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে।’ বাকি ২৪ দলের মধ্যে হবে হবে বাছাইপর্ব। সেখানে অংশ নেওয়ার সুযোগ পেল জেমি ডের শিষ্যরা।