নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে সরকার এখন ক্ষমতায় তারা হৃদয়হীন। প্রধানমন্ত্রী কি গুম হওয়া পরিবারগুলোর কষ্ট বুঝেছেন? যদি কষ্ট বুঝেন তাহলে একটা মানুষ ৮-১০ বছর ধরে তার প্রিয়জনের খোঁজ পাবে না কেন?
সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মায়ের ডাক আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, দুঃখের বিষয় – ওই খবর দেওয়ার পরিবর্তে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গুম এদেশে হয় না। ওরা নিজেদের দুঃখে-কষ্টে, পাওনাদারের চিন্তায় অন্য কোথাও চলে যায়। এদেশে গুম-টুম নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি ৩৪ জনের তালিকা দিয়ে বলেছে – এই মানুষগুলোর খোঁজ চাই। ওরা খোঁজ দিতে পারেনি। পারেনি মানে তারা জানে কিন্তু সেটা বলার মতো নয়। সেটা বললে‑ এই সরকার থাকে না, এই দেশ থাকে না, এই রাষ্ট্র থাকে না। এত বড় হৃদয়হীন পাষণ্ড এরা। আপনারা জিজ্ঞেস করেন – প্রধানমন্ত্রীর কানে কি ঢোকে না? কথা তো ঢুকেই। উনি এক কান দিয়ে নেন আরেক কান দিয়ে বের করে দেন।
তিনি আরও বলেন, মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন আমাদের কাছে ট্রামের গল্প করা হচ্ছে। গত দুইদিন ধরে ঢাকা মহানগরে শুধু মেট্রোরেলের কাজ চলছে। আমি এর বিপক্ষে না, কিন্তু আমি কি জিজ্ঞেস করতে পারি, আপনারা মেট্রোরেল নিয়ে বলতে পারেন কিন্তু বলতে পারেন না যে আগামী সাতদিনের মধ্যে টিকা আসবে কিনা। কতদিনের মধ্যে দেশের ১২ কোটি মানুষকে টিকা দিতে পারবেন। পদ্মা সেতু মেট্রোরেল করতে পারবেন কিন্তু টিকা আনতে পারবেন না, ওই উন্নয়ন দেশের মানুষের জন্য চলবে না।
তিনি আরও বলেন, আপনি উন্নয়নের কথা বলবেন আর ঘর থেকে ডেকে নিয়ে মানুষ গুম করে ফেলবেন আর খবরও দিবেন না, ওইরকম রাষ্ট্র আমরা চাই না। সত্যি সত্যি যদি আপনাদের হারিয়ে যাওয়া মানুষের খোঁজ চান তাহলে, আমরা খোঁজ দেওয়াতে সরকারকে বাধ্য করবো। আর সেজন্য যে কর্মসূচি দেওয়া লাগে আমরা দিব। সব মানুষকে এক করেন তারপর আমরা প্রেস ক্লাব থেকে বের হয়ে রাস্তায় বসে পড়বো।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।