সরকারের বিরুদ্ধে বিএনপির করা গুমের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিল্পী লিসা কালামের গানের একটি সংকলনের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি যাদের গুম হওয়ার অভিযোগ করে, পরে তাদের আবার খুঁজে পাওয়া যায়।
দ্রব্যমূল্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তেলের দাম সমন্বয় করার পরও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এসব অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Drop your comments: