গণফোরাম এখন থেকে চলমান সরকারবিরোধী আন্দোলনে শরিক হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
সোমবার (২ জানুয়ারি) গণফোরাম কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। এক সময় বর্তমান ক্ষমতাসীনরা মাগুরা নির্বাচন বয়কট করেছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের অনীহার কারণ কী এমন প্রশ্ন রাখেন মোস্তফা মোহসীন মন্টু।
এর আগে গণফোরাম কার্যালয়ে মোস্তফা মোহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।
Drop your comments: