ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে পদ্মা- আড়িয়াল খাঁ নদে মা ইলিশ রক্ষা অভিযানে ১৬ জেলেকে জেল জরিমানা করা হয়েছে। দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ১১ জনকে ১৫ দিনের কারাদন্ড, ১ জনকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল।
উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায় এবং সদরপুর থানা পুলিশের উপস্থিতে ৮০ কেজি মা ইলিশ মাছ, ৯০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত ইলিশ এতিমখানা প্রদান করে। আটককৃত জাল নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।
Drop your comments: