করোনাভাইরাস সংক্রমণে চীনের উহান শহরকেও ছাড়িয়ে গেছে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। উহানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৩। আর মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ১০০। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংক্রমণে রাজ্য হিসেবে চীনকেও ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন। আর মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৭৮৭।
বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় দ্রুত সংক্রমণ বেড়েছে।
বুধবার প্রকাশিত মহারাষ্ট্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে দুই হাজার ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি ভারতে একই সময়ে নতুন শনাক্ত ৯ হাজার ৯৮৫ জনের হিসাবে এক চতুর্থাংশ।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১২০ জনের। এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৯-তে দাঁড়িয়েছে।
এদিকে টানা লকডাউনের পর ধীরে ধীরে মহারাষ্ট্রেও শিথিল করা হচ্ছে বিধিনিষেধ। গত সপ্তাহ থেকেই সেখানে মোট ১৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস ও ১০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিসগুলোতে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
বাধ্যতামূলক সামাজিক দূরত্ব এবং সুরক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী মেনে বৈদ্যুতিক কাজ, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত ও প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত মানুষদেরও কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে এতে করে রাজ্যে করোনার সংক্রমণ আরও দ্রুত বাড়ার আশঙ্কা করছেন অনেকে।
ভারতের বেশিরভাগ রাজ্যেই ৮ জুন থেকে ধর্মীয় স্থান, শপিং মল, হোটেল-রেস্তোঁরা খুলে দেওয়া হয়েছে। তবে মহারাষ্ট্রে এখনও সেগুলো বন্ধ রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।