যশোর জেলা প্রতিনিধি: শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ বেনাপোল শাখার নতুন কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) রাতে বেনাপোল পৌর এলাকার সৎসঙ্গ আশ্রম ভূমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে শ্রী সমির রায়কে সভাপতি এবং সাধারণ সম্পাদক শ্রী আনন্দ দেবনাথের নাম ঘোষণা করা হয়।
বেনাপোল সৎসঙ্গ শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিকাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে ও বেনাপোল সৎসঙ্গ পরিবারের আয়োজনে উদযাপিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শ্রী বনোরঞ্জন দেবনাথ, শ্রী সুকোমল দেবনাথ, শ্রী সুশীল দে, শ্রী অসিম দে, শ্রী মতি রেখা দেবনাথ, শ্রী উজ্জ্বল বিশ্বাস সাধারণ সম্পাদক বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রী শেখর দাস সম্মানিত সদস্য বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রী পূর্ণ চন্দ্র দেবনাথ, শ্রী শ্যমল দাস-সহ সভাপতি বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রী শম্ভু বিশ্বাস – যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদ , শ্রী গৌরচন্দ্র দেবনাথ, শ্রী মতি পারুল রায়, শ্রী সামন্ত দেবনাথ, শ্রী জয়ান্ত বিশ্বাস, শ্রী মতি বনশ্রী বিশ্বাস, শ্রী গৌতম স্বর্নকার, শ্রী রিপন কুমার দাস, শ্রী কিশোর দেবনাথ, শ্রী দিপু কুমার বিশ্বাস, শ্রী অভিজিৎ স্বর্নকার শ্রী সঞ্জয় দে সৎসঙ্গের অনন্য গুরুভাই সহ প্রমুখ।