শ্রীলঙ্কা থেকে ট্রফি নিয়ে ফিরতে চান জামাল ভূঁইয়ারা
শ্রীলঙ্কায় আর শিরোপা হাতছাড়া নয়। ট্রফি নিয়েই ফিরতে চান জামাল ভূঁইয়ারা। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনকে এমন আশ্বাসের কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আর এই আসরের পর দীর্ঘমেয়াদি কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাফুফে বলেও জানান সালাহউদ্দিন। এদিন বেশ কয়েক ফুটবলারকে আলাদাভাবে পরামর্শ দিয়েছে বাফুফে সভাপতি।
ক্রিকেট বিশ্বকাপের ডামাডোলে অনেকটা আলোচনার বাইরে দেশের ফুটবল। সাফের ব্যর্থতার পর আবারও নতুন মিশনে নামতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। এবারের মঞ্চ শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট।
কেমন চলছে প্রস্তুতি। তপু-সাদ উদ্দিনদের দেখতে ফর্টিস গ্রাউন্ডে হাজির বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এদিন মাঠে গিয়েই কথা বললেন মিডফিল্ডার রাকিবের সঙ্গে। মালদ্বীপে গতির ঝড় তুলে নজর কেড়েছেন এই মিডফিল্ডার। তাকে এদিন দিলেন আলাদা পরামর্শ।
সম্ভাবনা তৈরি করেও গত কয়েক আসরে হতাশা সঙ্গী করে ফিরেছে বাংলাদেশ। এবারো কি আক্ষেপই যুক্ত হবে? বাফুফে সভাপতি শোনালেন আশার বাণী। জামাল ভূঁইয়া কথা দিয়েছেন ট্রফি নিয়ে ফেরার।
জেমি ডেকে বিদায়ের পর এখনো স্থায়ী কোচ নিয়োগ দেয়নি বাফুফে। গত সাফে অস্কার ব্রুজনের হাতে দায়িত্ব থাকলেও এই আসরে আবাহনীর কোচ মারিও লেমস। কোচ নিয়ে এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফে সভাপতি।
স্কোয়াডের ১৭ ফুটবলার থেকে বাদ পড়েছেন মেহেদী। উজবেকিস্তান থেকে অনূর্ধ্ব-২৩ দলের সাত ফুটবলার দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কায়।
এদিকে সাফের ব্যর্থতা ভুলে চার জাতি টুর্নামেন্টের জন্য প্রস্তুত সোহেল- আশরাফুলরা। তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনামাফিক ইতিবাচক খেলতে পারলে চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলা কঠিন হবে না বলে মনে করেন দলের গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য।