তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল পাক হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে শ্রীমঙ্গলের আকাশে স্বাধীনতার পতাকা তুলে ধরেন শ্রীমঙ্গলের বীর মুক্তিযুদ্ধারা। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারদের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা সংসদ এর উপজেলা শাখার সভাপতি আলী রাজিব মাহমুদ মিঠুন,উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব,বীর মুক্তিযোদ্ধা ছমরু মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মো:এনাম হোসেন চৌধুরী (মামুন), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, শ্রম বিষয়ক সম্পাদক কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।