![InShot_20230404_022544588](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/04/InShot_20230404_022544588.jpg)
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী গ্রেপ্তার। ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ।
শ্রীমঙ্গল চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্তাধিকারী বাবুল আহমেদ সোমবার (৩ এপ্রিল) রাত অনুমান দেড় ঘটিকার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল পৌর শহরের শ্যামলী সাকিনস্থ পৌর শ্মশান ঘাটের সামনের পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ২/৩ জন ছিনকাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করলে বাবুল আহমেদ তাহাদের বাঁধা প্রদান করল অজ্ঞাতনামা ছিনতাইকারীগন তাহাদের হাতে থাকা ইট দিয়ে বাবুল আহমেদ এর মাথার পিছনের দিকে আঘাত করে। আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় বাবুল আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীগন তার কালো রংয়ের ব্যাগে থাকা ব্যবসার নগদ ২৮ হাজার (আটাশ ) টাকা ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও ছিনতাইকারীরা বাবুল আহমেদ এর ব্যবহৃত একটি OPPO এবং একটি I-PHONE7 মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় বাবুল আহমেদ থানায় লিখিত অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে মামলা দায়ের করেন। মামলা দায়ের হলে অফিসার ইনচার্জ ওসি নির্দেশনায় এসআই/অলক বিহারী গুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১। মোঃ মাসুম মিয়া (২২), কিশোর অপরাধী ২। মোঃ আলম তালুকদার(১৭) এবং ৩। আরমান মিয়া (১৫)গনদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ১০ হাজার (দশ) টাকা, একটি OPPO মোবাইল ফোন এবং বাবুল আহমেদ এর ব্যবহৃত কালো রংয়ের ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সকলেই ঘটনার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।
এঘটনায় সত্যতা জানতে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ছিনতাইকারীদের থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আজ (৪ এপ্রিল) মঙ্গলবার ছিনতাইকারীদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে।