![InShot_20230110_121939948](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/01/InShot_20230110_121939948.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারী) বিকেলে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ গাঙপাড় গ্রামের মৃত নাবালক মিয়া গাজীর ছেলে মো.অলি মিয়া (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও এএসআই জামাল মিয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে একটি দল উপজেলা শহরের অদূরে লালবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আজ মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।