তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্র্যমূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে শ্রীমঙ্গল উপজেলার যুবদল, ছাত্রদল, বিএনপি যৌথ আয়োজনে কলেজ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মোনাজাত শেষ করে শুরু হয় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়।
মিছিলটি কলেজ রোড হয়ে গুহরোড় হয়ে পৌরসভার সামনে হয়ে পেট্রোল পাম্প প্রদক্ষীন করে স্টেশন রোড জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুক্তরাজ্য মহানগর বি এন পির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মহসীন আহমেদ। জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা সাখার সাবেক সভাপতি ও যুব দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি নিয়ামুল হক তরফদার(নিয়ামুল)মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি, সভাস্থলে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মারুফ। যুব নেতা মোঃ নিজাম খাঁন। মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ সভাপতি মোবারক হোসেন লোপ্পা। সাবেক ছাত্র নেতা ও যুবদল নেতা বাবু টিটু দাশ। সাবেক ছাত্র নেতা মাসুক আহমেদ। সাবেক ছাত্র নেতা লুৎপুর রহমান। যুবদল নেতা মোবারক। যুব দল নেতা নওশাদ। যুব দল নেতা গোলাম হোসেন ভুট্টু। যুবদল নেতা ইউসুফ পাটুয়ারী। যুবদল নেতা লিটন মিয়া। যুবনেতা কুতুব আহমেদ। যুবদল নেতা সাহ আহমদ আলী প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদল, ছাত্র দলের কয়েক শত নেতা কর্মী। নেতৃবৃন্দ সকলের বক্তব্যে একটি কথা ফুটে উঠেছে দ্রব্য মূল্যের উদ্ধগতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।