তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিবন্ধিত সাধারণ স্বেচ্ছেসেবী প্রতিষ্ঠানের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল প্রমুখ।
উপজেলার নিবন্ধিত ৯টি প্রতিষ্ঠানে মোট ২ লক্ষ ৭৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া একই স্থানে উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
০১৭৪৫৯৩৯৪৪৮