তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত সুপরিচিত দেশে বিদেশে। শ্রীমঙ্গলে চা শিল্পের উন্নয়নকল্পে ও ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ বিষয়ে চা বাগান মালিক, চা বিজ্ঞানী ও চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড।
রোজ শনিবার ১৯ মার্চ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের সেমিনার হলে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: ইসমাইল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী, এম আহমদ টি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাফাওয়ান চৌধুরী, কালীকাবাড়ী টি এষ্টেট এর পরিচালক অপারেশন মুফতি মোহাম্মদ হাসান, মাথিউড়া টি এষ্টেট এর পরিচালক মো. মোসলে উদ্দিন খাঁন ও কৃষি ব্যাংক সিলেট এর উপ-মহাব্যবস্থাপক আশীষ কুমার দাশ প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন কর্মকর্তা, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তাসহ অর্ধশত মানুষ ছিলেন।
আলোচনা সভায় করোনাকালে চা অবিক্রিত থাকা ও দাম কম পাওয়ায় অনেক চা বাগান মালিক বাগানের খরচ নির্বাহন করতে হিমসীম খাচ্ছেন। এসময় তারা করোনাকালীন এক বছরের প্রনোদনা ঋণ এর মেয়াদ বৃদ্ধির জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। একই সাথে উৎপাদন বৃদ্ধির স্বার্থে পুরো চা বাগানকে ইরিগ্রেশন এর আওতায় আনতে স্বপ্লসুদে নতুন ঋণ প্রদানের আহ্বান জানান কতৃপক্ষের নিকট।