র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ক্যাসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ আনুমানিক ১৮.২০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন মীর হাজ¦ীবাগ সাকিনস্থ বাগিচা মসজিদ সংলগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাকির খান (৪২), ২। ইলিয়াস মোড়ল (৪৩), ৩। মোঃ বিল্লাল শেখ (৪৫), ৪। মোঃ শহিদুল হাওলাদার (৪৬), ৫। মোঃ আবুল হোসেন (৪৮), ৬। মোঃ দুলাল (৩৩), ৭। মোঃ ফারুক মাতব্বর (২২), ৮। মোঃ পলাশ মুন্সী (৩৫), ৯। মোঃ টারজান শিকদার (৩১), ১০। মোঃ আবু বক্কর (৫১), ১১। মোঃ ছাবু মাতবর (৪২), ১২। মোঃ ইসকান শরিফ (৫০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ (দুইশত আট) পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৬টি মোবাইল ফোন ও নগদ- ৭,৭৮৭/- (সাত হাজার সাতশত সাতাশি) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ২২.০৫ ও ২৩.৩৫ ঘটিকায় র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর ও একই থানাধীন চরকুতুব খালপাড় এলাকয় দুটি পৃথক অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ২১ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ১। মোঃ ইমদাদুল হক (৩৫), ২। মোঃ জহুররুল ইসলাম (৫০), ৩।মোঃ রুবেল মিয়া (৩০), ৪। মোঃ রাজু মিয়া (৩০), ৫। মোঃ হবি মিয়া (৩২), ৬। গোবিন্দ চন্দ্র রাজবংশী (২৫), ৭। মোঃ শহীদ হোসেন (২০), ৮। মোঃ মাসুদ হোসেন (৩০), ৯। মোঃ ইয়াকুব আলী (৫৫), ১০। প্রসেনজিৎ চন্দ্র রায় (১৮), ১১। মোঃ আব্দুল আহমেদ (২৫), ১২। মোঃ জিকরুল ইসলাম (৩৫), ১৩। মোঃ খোরশেদ আলম (৪২), ১৪। মোঃ স্বপন (২৫), ১৫। মোঃ আফজাল হোসেন (৩২), ১৬। মোঃ রাজন মাহমুদ (২৮), ১৭। মোঃ মামুন ঢালী (৩৪), ১৮। মোঃ আরিফ হোসেন (২৮), ১৯। মোঃ কাওসার হোসেন (৩১), ২০। লিটন দাস (২৫) ও ২১। মোঃ জাকির হোসেন (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৭ সেট জুয়া খেলার কার্ড(তাস), ১৪ টি মোবাইল ফোন ও নগদ- ৩৮,০৭৫/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।