মো. রাসেল ইসলাম : শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি- এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (২৮ আগষ্ট) বিকালে শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।