মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, এক সময় ক্রিকেট খেলায় বাংলাদেশের কোন অবস্থান ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিশ্বকাপে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদারীপুর পৌরসভা দল ও ৫টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা দল সহ মোট ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মাদারীপুর পৌরসভা বালিকা দলকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন মাদারীপুর সদর উপজেলা বালিকা দল এবং মাদারীপুর সদর উপজেলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর পৌরসভা বালক দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ আওয়ামাীলীগ ও স্থানীয় নেতাকর্মীরা।