তুরস্কের পতাকাবাহী তুর্কি এয়ারলাইন্স ইউরোপে ফ্লাইট সংখ্যার দিক থেকে আবার শীর্ষস্থান অর্জন করেছে এবং সক্ষমতা ও কার্য-সম্পাদনের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে।
‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর দ্য সেফটি অব এয়ার নেভিগেশন’ (ইউরোকন্ট্রোল)-এর তথ্য অনুযায়ী, এ বছর ২২ এপ্রিল পর্যন্ত টার্কিশ এয়ারলাইন্স দ্বিতীয় স্থানে থাকা এয়ারলাইন্সের তুলনায় দ্বিগুণেরও বেশি ফ্লাইট পরিচালনা করে শীর্ষস্থানে রয়েছে।
এ সময় তাদের ফ্লাইট ছিল ৭১১টি। ‘অফিশিয়াল অ্যাভিয়েশন গাইড’ (ওএজি)-এর পরিসংখ্যানে দেখা গেছে, সক্ষমতার দিক থেকে বিশ্বব্যাপী শীর্ষ ১০ এয়ারলাইন্সের মধ্যে এবং ইউরোপে সেরা অবস্থানে রয়েছে টার্কিশ এয়ারলাইন্স।
টার্কিশ এয়ারলাইন্সের সিইও ইলকার আয়সি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ২০২০ সালের মতো ২০২১ সালেও আমরা বিমান সংস্থা হিসেবে মহামারির মুখোমুখি দাঁড়িয়ে সেরা ব্যবস্থাপনা দেখাতে পারব।’
মার্চে আয়সি যে পরিসংখ্যান উপস্থাপন করেন, তাতে দেখা যায়, গত বছর করোনা মহামারির সময় ফ্লাইট পরিচালনার দিক থেকে টিএইচওয়াই ইউরোপের শীর্ষ নেটওয়ার্ক ক্যারিয়ার ছিল।