শীত বাড়ার সঙ্গে সঙ্গে ইতালিতে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।
গত ২৪ ঘণ্টায় প্রায় চল্লিশ হাজারসহ মাত্র ৩ দিনেই আক্রান্ত হয়েছে লক্ষাধিক।
রাতের কারফিউ জারি কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন স্থানীয়রা।
গেল ক’দিন ধরেই প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে।
এতে ইতালির কোনো হাসপাতালেই আক্রান্ত ব্যক্তির ভর্তির সুযোগ থাকছে না।
বহু করোনা রোগী হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে বসেই রয়েছেন চিকিৎসা পাওয়ার অপেক্ষায়।
দেশটির বিভিন্ন প্রদেশে আবারো পূর্ণাঙ্গ লকডাউনের দাবি উঠেছে। ইতিমধ্যেই সন্ধ্যার পর রেস্টুরেন্ট আর পানশালা বন্ধ হয়ে যাচ্ছে।
রাত দশটা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে।
এ অবস্থায় ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও হতাশা নেমে এসেছে।
Drop your comments: