![InShot_20221108_164150456](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/11/InShot_20221108_164150456-scaled.jpg)
আজিজুর রহমান দুলালঃ মঙ্গলবার (৮ নভেম্বর)২০২২ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য পদে কমিটির নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়।
পাঁচ জন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে চারজন পুরুষ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য। এই নির্বাচনে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য রুবিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এবং
পাঁচ জন পুরুষ সদস্যদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- কাজী আবুল খায়ের ৩০৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মোঃ মাসুদ শেখ ২৮১ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ ওবায়দুর হরমান পরামানিক ২৭৮ ভোট পেয়ে তৃতীয় এবং আরবান আলী মোল্লা ২৩৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
এ নির্বাচনে বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা মোট ৫৯০জন। নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।