
শাহজালাল বিমানবন্দরে প্রায় সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। জানা যায়, ২৮/১২/২০২১ তারিখে শারজাহ হতে আগত যাত্রী আতাউর রহমান, জেলাঃ হবিগঞ্জ, Flight No. G9510 এর মাধ্যমে রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
উল্লেখিত যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রীণ চ্যানেল অতিক্রমকালে যাত্রীর সাথে আনীত ব্যাগেজ সমূহ স্ক্যানিং করা হয়।
ব্যাগেজ স্ক্যানিংকালে যাত্রীর আনীত কাটুন জাতীয় ব্যাগের ভিতর দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।
পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪ গোল্ড বার এবং যাত্রীর প্যান্ট এর ভিতর থেকে স্বর্ণালংকার চুরি ৫ পিস সহ মোট ৫.১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩,৪০,০০,০০০ (তিন কোটি চল্লিশ লক্ষ ) টাকা।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারী মামলা দায়ের করা হয়েছে।