ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ৫ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে। জব্দ করা এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর স্বর্ণসহ যাত্রী আবুল খায়েরকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্দেহ হলে আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাকে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর সঙ্গে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে ৪৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ২২০ গ্রাম।
ওই যাত্রীর বাড়ি কুমিল্লায়। স্বর্ণ জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে থানায় সোপর্দ করা হবে।