দুবাই থেকে আসা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ঘোষণা ছাড়াই বিশেষভাবে লুকিয়ে রুপি নিয়ে আসছিলেন ওই যাত্রী।
শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের বিজি-৪০৪৮ ফ্লাইটে তিনি দুবাই থেকে ঢাকা আসেন। পাসপোর্ট অনুযায়ী, আটক যাত্রীর নাম ফকরুল ইসলাম। তার বাড়ি চাঁদপুরে।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সানোয়ারুল আলম সময় সংবাদকে জানান, শনিবার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের বিজি-৪০৪৮ ফ্লাইটে ফকরুল ইসলাম দুবাই থেকে ঢাকা আসেন। পরবর্তীতে কাস্টমস হলে রেড চ্যানেলে এসে তার কাছে ২টি সোনার বার ও স্বর্ণালংকার থাকার কথা বলেন। কিন্তু তার কাছে ভারতীয় মুদ্রার বিষয়ে কিছু জানাননি।
শুল্ক পরিশোধের পর যাত্রী কাস্টমসের গ্রীন চ্যানেল অতিক্রমের সময় গোপন সংবাদ থাকায় যাত্রীর কাছে কোনো ধরণের বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চায় দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা। কিন্তু তা অস্বীকার করেন এবং গ্রীন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। পরবর্তীতে ব্যাগেজ স্ক্যানিং করলে মুদ্রা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।
পরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় মোট ৫০ লাখ ২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মূল্য আনুমানিক ৫৮ লাখ ৫২ হাজার ৩৪০ টাকা। এসব মুদ্রা তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।