যশোর জেলা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মে) বিকালে শার্শা অডিটোরিয়াম সভা কক্ষে বিশাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর- ১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু,শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম:সাধারণ সম্পাদক ও নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল।