নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী বুধবার (২৪ জুন) থেকে ৫০ শতাংশ জনসমাগমের অনুমতিক্রমে খুলে দেওয়া হচ্ছে পার্ক, সিনেমা, বিচ ও সুইমিংপুল।
আজ রোববার (২১ জুন) স্থানীয় গণমাধ্যমের এক সংবাদে এসব জানা যায়। সংবাদটিতে উল্লেখ করা হয়, শারজার ক্রাউন প্রিন্স ও ডেপুটি রুলার শেখ সুলতান বিন মোহাম্মদ বিন সুলতান আল কাসিমির নির্দেশনায় পর্যটন খাতের এসব খাত খুলে দেওয়া হচ্ছে।
এদিকে গত সপ্তাহ থেকে শারজায় ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে বেসরকারি অফিস চালু হয়েছে। দুবাইতে শতভাগ জনসমাগমের অনুমতিক্রমে প্রায় সকল খাত খুলে দেওয়া হয়েছে। যদিও দেশটির সকল স্টেটেই করোনাভাইরাসের আইন অনুযায়ী মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Drop your comments: