শারজার রোলা বাজার যার আরেক অলিখিত নাম বাংলা বাজার। যেখানে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীর বসবাস। সংযুক্ত আরব আমিরাতের শারজার রোলা বাজারে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করায় গড়ে উঠেছে দেশীয় আদলে বাজার৷ মুদি দোকান, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই রয়েছে সেখানে৷
রোলা বাংলা বাজারে দেশের মতো বিকাল হলে রেস্টুরেন্টগুলোতে চায়ের আড্ডা জমে উঠে। চায়ের সঙ্গে সমুচা, ঝিংগার, পেয়াজু বিক্রি হয় সমান তালে। দুপুর ও রাতের খাবার অনেকই সেরে নেন রেস্টুরেন্টে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রোলার আল নাব্বায় নূর আল মাদীনা নামে নতুন আরেকটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন সত্ত্বাধিকারী মুহাম্মদ জসিম। এসময় উপস্থিত ছিলেন ইমাম হোসেন জাহিদ, আবুল বাশার, জাহাঙ্গীর রুপুসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
এসময় সত্ত্বাধিকারী মুহাম্মদ জসিম বলেছেন, বাংলাদেশি খাবারের শতভাগ স্বাদ নিশ্চিত করা হবে৷ প্রবাসীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানিয়েছেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন৷