সংযুক্ত আরব আমিরাতের শারজায় ২০২০ সালের অগাস্ট মাস থেকদ গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে এক বছরের পরিবর্তে দুই বছরের জন্য গাড়ি নিবন্ধন করার সুযোগ দেয়।
আজ ১৮ (জুলাই) শারজাহ কর্তৃপক্ষ জানায় নিবন্ধনের সময় গাড়ির অবস্থা দেখে দুই বছরের নিবন্ধন দেওয়া হবে। অতিরিক্ত পুরোনো গাড়ি হলে আগের নিয়মে এক বছরের নিবন্ধন হবে।
উল্লেখ্য, দুই বছরের নিবন্ধনের আবেদন করার পূর্বে দুই বছরের ইন্সুইরেন্স করে রাখতে হবে।
Drop your comments: