নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের শারজার আল নাহদা পার্ক সংলগ্ন ৪৯ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ভবনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান ভবনটির প্রায় সকল তলায়ই আগুন লাগে। ভবনে লাগা আগুনসহ বিভিন্ন বস্তু উড়ে গিয়ে আশেপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ওইসব ভবনের প্রথমে ছাদের উপর আগুন লেগে কিছুক্ষণ পর থেমে যাওয়ায় ভবনগুলো রক্ষা পায়।
বিপুল পরিমানে পুলিশ, আর্মি ও ফায়ার সার্ভিসের গাড়ি এসে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরো ভবনটির সবকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘন্টা সময় লাগে।
ওই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিভাবে আগুন লাগে বা হতাহতের কোন খবর এখন পর্যন্ত জানা যায়নি।
Drop your comments: