![IMG_20210304_134555](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/03/IMG_20210304_134555.jpg)
আরব আমিরাতের শারজায নগরীতে করোনার স্বাস্থ্য বিধি লঙ্গন করে ক্রিকেট খেলায় ১৩ জনকে জরিমানা করেছে স্থানীয় পুলিশ।
গত রবিবার শারজাহ পুলিশ পরিত্যক্ত একটি খোলা জায়গায় ক্রিকেট খেলার অপরাধে ১৩ জনকে জরিমানা করে। পরিত্যক্ত এই জায়গায় খেলার অনুমতি না থাকার পাশাপাশি করোনার আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়। করোনার সংক্রমণ প্রতিরোধে আমিরাত সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি খোলা মাঠে ক্রিকেট খেলাকে ঝুকিপূর্ণ মনে করা হচ্ছে।
শারজাহ প্রশাসন তাদের বাসিন্দাদের সচেতন থাকতে বারবার অনুরোধ জানিয়ে আসছে। নিজের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আরও সাবধান হতে বলা হয়েছে।
Drop your comments: