বাংলা এক্সপ্রেস প্রতিনিধি: শারজাহ-চট্টগ্রাম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় রাত ১ টায় উদ্বোধন ও যাত্রীদের ইমিগ্রেশনের মাধ্যমে নতুন এই রুটে যাত্রা শুরু করে বিমান৷
বুধবার স্থানীয় সময় ভোর ৪ টায় ১২৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে শারজাহ ত্যাগ করবে বিমানের BG152 ফ্লাইটটি।
শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের নতুন রুটের উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, জেনারেল ম্যানেজার সেলস দিলীপ কুমার চৌধুরী, শারজাহ জিএসজি ট্রান্সওয়ার্ল্ডের ম্যানেজার রয়সন, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানাসহ বিমানের দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তারা।
এখন থেকে এ ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট চলবে।