গত ৯ অক্টোবর ফ্লাইদুবাই এর দুটি ফ্লাইটযোগে ঢাকা থেকে যাত্রা করা ৫১ জন এবং চট্টগ্রাম থেকে যাত্রা করা ৫৩ জন যাত্রীকে ১১ অক্টোবর দুবাই বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ঐ যাত্রীরা দুবাই থেকে সড়কপথে আল আইন ও আবুধাবি যেতে ইচ্ছুক ছিলেন। ঢাকায় ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানক্রমে প্রতীয়মান হয় যে শতাধিক রেমিটেন্স-যোদ্ধার এভাবে ফেরত আসার জন্য ফ্লাইদুবাই এর গাফিলতি দায়ী। সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি তারা অনুসরণ করে থাকলে এ যাত্রীদের দুবাইগামী ফ্লাইটে বোর্ডিং করানোর কথা নয়।
ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শুনানীর পর ফ্লাইদুবাই কতৃপক্ষ ফেরত আসা মোট ১০৪ জন যাত্রীর প্রত্যেককে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকেটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরও ৩৫০০ টাকা করে প্রদানের লিখিত অঙ্গীকার করেন।
ভোগান্তির শিকার হওয়া শতাধিক রেমিটেন্স-যোদ্ধাকে যথাযথ প্রতিকার প্রদানে এ্যাভসেক, এয়ারপোর্ট এপিবিএন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক আন্তরিকভাবে ম্যাজিস্ট্রেট আদালতকে সহায়তা করে। কৃতজ্ঞতা তাদের সবার প্রতি।