আব্দুল ওয়াহাব লোহাগাড়া, চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি মেছো বিড়াল, একটি চিতা বিড়াল ও একটি বনমোরগসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি ওই দুই যুবক বান্দরবানের আলীকদম এলাকা থেকে এসব প্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরে নিয়ে যাচ্ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনে যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার বটতলী পাড়ার শামসুল আলমের পুত্র আলীম উদ্দিন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাবুল মিয়ার পুত্র মো. এমরাস (২৬)। গ্রেপ্তারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, তারা বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির বন্যপ্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতরা ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।