আব্দুল ওয়াহাব, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শ্রমিক লীগের নেতা নুরুল হক নুনুর বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ তোলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
দরবেশহাট আজিজ টাওয়ারে বিকালে ভুক্তভোগী শামসুন্নাহার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি জানান, তার স্বামী আবদুল আজিজ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী সড়কের পাশে ২৬ শতক জমি কিনে দীর্ঘ ১৬ বছর ধরে ভোগদখল করে আসছেন। তার স্বামী দেশের বাইরে থাকার সুযোগে উপজেলা শ্রমিক লীগেরর নেতা নুরুল হক নুনু দুই শতাধিক সাঙ্গপাঙ্গ নিয়ে তার দখলীয় জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু করেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।