আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রামঃ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে অবৈধ ১৪শ ঘনফুট বিবিধ জ্বালানী কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
আজ সকালে অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম।
তিনি জানায় দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে সকালে চলমান অভিযানে লোহাগাড়া উপজেলার NBK ব্রিক ফিল্ডে’র সংলগ্ন পূর্ব রাজঘাটা নামক এলাকা,CRB ব্রিক ফিল্ডে’র সংলগ্ন লম্বাকাটা নোয়ারবিলা নামক এলাকা, KMB ব্রিক ফিল্ডে’র সংলগ্ন চরম্বা নয়া বাজার নামক এলাকা,MRB ব্রিক ফিল্ডে’র সংলগ্ন গৌড়স্তান লাকড়ীপাড়া নামক এলাকা হতে মোট ১হাজার ৪০০ ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে এবং এবং আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অভিযানকালে ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসিরসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।