লেবানন থেকে প্রায় দুই মাস পর আবারও বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ৪১৭ বাংলাদেশি।
সোমবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে দেশে ফেরা বাংলাদেশিদের হাতে বিমানের টিকিট তুলে দেয় লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা।
এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রমসচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইটটি দেশটির শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানায় দূতাবাস।
Drop your comments: