দেশের উন্নয়নে ভীত বলেই লবিস্ট নিয়োগ দিয়ে ষড়যন্ত্রে নেমেছে বিএনপি-জামায়াত। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে ‘না’ রোগে ধরেছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ড. হাছান মাহমুদ আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নিয়োগ দেন। কিন্তু বাংলাদেশে পাস হওয়া আইনে এই প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। যুক্ত করা হয়েছে সার্চ কমিটি। তাতেও বিএনপি খুশি হতে পারেনি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
Drop your comments: