করনার ধকল কাটতে না কটতেই সু-খবর পেলো বাংলাদেশের ফুটবল। বহুদিন পর র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবলের।
নেপালের সাথে দু’টি প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে ২-০ গোলের জয় আর দ্বিতীয় ম্যাচে ড্র করায় র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে জিততে পারলে তালিকার আরও উপরে উঠে আসবে বাংলাদেশ। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ তম।এর আগে বাংলাদেশের পয়েন্ট ছিলো ৯১৪ আর নেপারে সাথে সিরিজ জয়ের পর বর্তমান পয়েন্ট ৯২০।
নতুন র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ভারতের অবস্থান ১০৪ এ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় সবার চেয়ে এগিয়ে ভারত। এর পরেই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১) ও বাংলাদেশের পেছনে অবস্থান ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।
তালিকার শীর্ষে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, ফ্রান্স ও ব্রাজিল। আর চারে রয়েছে ইংল্যান্ড।