রাজধানীর বেইলি রোডে বেপরোয়া প্রাইভেটকার চাপায় রিকশা আরোহী পরিবারকে মারাত্মক আহত করার ঘটনায় অপ্রাপ্তবয়স্ক চালক তাসকিন ও তার মা সুমাইয়াকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে তেজগাঁও বিভাগ পুলিশ।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশের সহায়তায় ভোরে তাদের আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটক দুজনকে ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় তাসকিনের বাবা ও বড় ভাইকে হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল বেইলি রোডে বেপরোয়া গতিতে চলন্ত একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা মারে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিন। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় রিক্সা আরোহী বাবা ও ছোট্ট শিশু। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।
Drop your comments: