রাষ্ট্রীয় সফরে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ। ইরানের পারমাণবিক চুক্তি যখন পুনরুজ্জীবিতের চেষ্টা চলছে, তখন আমিরাত সফরে গেলেন তিনি।
কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অংশ হিসেবে তিনি রবিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই সফরে কী বিষয়ে আলোচনা হবে আমিরাত ও ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
২০২০ সালে আমিরাতের পাশাপাশি মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদানসহ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরাইল।
সফর প্রসঙ্গে ইসরাইলি প্রেসিডেন্ট বলেন, আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবো।
আইস্যাক হেরজোগ দুবাইয়ের শাসক এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি দুবাই এক্সপো পরিদর্শন করবেন বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা।